-Advertisement-

নলেন গুড়ের রেসিপি মানেই মিষ্টির জিনিস সেই ধারণা ভাঙতে বংহাট নিয়ে এলো Mirchi Chef নলেন গুড়ের রেসিপি কনটেস্ট। এই কনটেস্ট এর চারটি ক্যাটাগরি তে রেসিপি জমা দেওয়া যাবে।

ক্যাটাগরি

১) ভেজ মেন কোর্স

২) ননভেজ মেন কোর্স

৩) ফিউশন

৪) ডিজার্ট


তাহলে বং হাট থেকে পাও পিওর নলেন গুড় আর বানিয়ে ফেলো তোমার পছন্দের সেরা রেসিপি।

বাঙালি হয়ে থাকুন আর বাঙালি হয়ে বাঁচুন | Live like a Bengali. Lead Like a Bengali

Bong Haat নিয়ে এলো মির্চি শেফ নলেন গুড়ের-এর রেসিপি কনটেস্ট |
Bong Haat presents #MirchiChef #NolenGur Recipe Contest

এই কনটেস্টে অংশগ্রহণ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরষ্কার | শীতের আমেজে নলেন গুড়ের নতুন নতুন রেসিপির ভিডিও বানিয়ে পাঠিয়ে দিন আমাদের মেল্ আইডিতে |

Make recipes with Nolen Gur and send us the video to binodon@bonghaat.com and get a chance to win exciting prizes and gifts along with cash prize.

সব থেকে অসাধারন রেসিপি বানিয়ে আপনিও পেয়ে যেতে পারেন নগদ আর্থিক পুরস্কার।

রেসিপি বানানোর জন্য প্রতিযোগীদের নলেন গুড় সরবরাহ করবে আপনার প্রিয় বাঙালি ই কমার্স সাইট বং হাট

Bong Haat your favorite Bengali e-commerce site Bong Haat will provide Nolen Gur to the shortlisted contestants to make the recipes.

Rules & Regulations:

১. যারা যারা এই কনটেস্ট এ অংশগ্রহন করবেন তাদের 200G এর নলেন গুড় সরবরাহ করবে বংহাট Mirchi Chef নিজে । তাই নলেন গুড় নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই ।

Mirchi Chef Jhola Nolen Gur (Liquid Molasses)


২. যে সব জায়গায় ডেলিভারি facility অসুবিধা আছে তাদের ক্ষেত্রে বংহাট নলেন গুড় দিতে পারবেনা। তাই আমাদের অবশ্যই আগে থেকে পিনকোড নম্বর জানতে হবে।
৩. কনটেস্ট এ অংশগ্রহণ করতে আমাদের আগে রেসিপি পাঠাতে হবে। যে রেসিপি গুলো সিলেক্ট হবে শুধু তারাই এই contest এ participate করতে পারবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের রেসিপি আমাদের পাঠাও mail করো binodon@bonghaat.com এ।
৪. মোট ২৫টি রেসিপি shortlist করা হবে। আমরা রেসিপি সিলেক্ট করে তাদের ফোন করে জানাবো, তাই নিজের ফোন Number mail এ থাকা অবশ্যই দরকার। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকের ফেসবুক প্রোফাইল থাকা দরকার এবং তা বংহাটের সাথে লিংক share করতে হবে ।

৫. এই ২৫ জনের মধ্যে 1st, 2nd ও 3rd বেছে নেওয়া হবে, ভিডিও পাঠাবার ধরন, কোয়ালিটি ও রেসিপির আকর্ষণীয় দর্শন এর উপর ভিত্তি করে।
৬. রেসিপি selection এর ক্ষেত্রে ও contest এ বিজয়ী ঘোষণার ক্ষেত্রে Admin Panel এর সিদ্ধান্ত সর্বোচ্চ। এই ব্যাপারে কোনো বিতর্ক গ্রাহ্য করা হবেনা
৭. ভিডিও quality ভালো হওয়া দরকার ও সেটি binodon@bonghaat.com এ send করতে হবে ,video অবশ্যই horizontal এ অর্থাৎ landscape এ শুট করতে হবে, vertical video accept করা হবেনা।
৮. Video টি Bong Haat যতক্ষণ না পেজে এ পোস্ট করবে তার আগে অন্য কোথাও participants নিজে থেকে publish করতে পারবে না, করলে তাকে disqualified করা হবে । Bong Haat Club (Facebook group)এ দেবার পর participant নিজের profile এ ও অন্য কোথাও পোস্ট করতে পারে, তবে সেক্ষেত্রে #bonghaat, #mirchichef, #BongHaatClub লিখে tag করতে হবে।
৯. Bong Haat যে নলেন গুড় পাঠাবে সেটি ভিডিও তে স্পষ্ট ভাবে দেখানোটা mandatory ও সেই নলেন গুড় দিয়েই recipe টা বানাতে হবে । ভিডিও বানাবার সময় খেয়াল রাখতে হবে যে রেসিপির প্রত্যেকটা ধাপ যেনো স্পষ্ট ভাবে বোঝানো হয়।

Mirchi Chef Jhola Nolen Gur (Liquid Molasses)


১০. রেসিপির ভিডিও পাঠাবার শেষ তারিখ 30th November 2021. তারপর আর recipe পাঠালে সে contest এ ভাগ নিতে পারবেনা।
১১. Recipe পাঠাবার জন্য 4 টি ক্যাটাগরি র মধ্যে যেকোনো একটি ক্যাটাগরিতে পাঠাতে পারো। a) veg main course, b) non veg main course c) fusion d) dessert
এই 4 টির মধ্যে যে কোনো একটি বিভাগের রেসিপি পাঠাতে হবে এবং সেটা কোন্ বিভাগের রেসিপি সেটা ভিডিও লিখে পাঠাবার সময়ই mention করে দিতে হবে ।
১২. যিনি এই contest e সেরা হবেন তার জন্য ক্যাশ প্রাইজ ছাড়াও থাকবে বংহাটের তরফ থেকে special gift voucher .
১৩.1st prize Rs.500/-, 2nd prize Rs.300/– এবং 3rd prize Rs-200/.
১৪. রেসিপি জমা দেবার ব্যাপারে বা ভিডিও করতে অসুবিধা হলে 9810693616 নম্বরে এ call করে 3 Press করুন।
১৫. Contest এর ব্যাপারে যে কোনো জিজ্ঞাসা থাকলে উক্ত no এ phone করুন সকাল ৯ টা থেকে রাত ৮ টার মধ্যে।

বিস্তারিত জানতে ও নাম নথিভুক্ত করতে ফোন করুন আমাদের নাম্বারে
To take part in the recipe contest please call on +91-9810693616 Press Extn 3 and register your name.

বাঙালি হয়ে থাকুন, বাঙালি হয়ে বাঁচুন শুধু মাত্র বং হাটের সাথে । www.BongHaat.com

-Advertisement-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here