-Advertisement-

Mocha (Banana Flower) Borir Ghonto is one of most popular and frequently eaten Bengali side dish which is relished by most of the Bengalis, with hot steam rice and Ghee. This ‘side dish’ is having various health benefits mainly because of the vitamins and minerals the Mocha (Banana Flower) contains.

Mocha (Banana Flower) Borir Ghonto (মোচা বড়ির ঘন্ট) is an authentic Bengali recipe which is easy to cook and reflects taste of Bengal.

মোচা বড়ির ঘন্ট

উপকরণ  : 

মোচা সেদ্ধ: একবাটি

শুকনো লঙ্কা:২টো

আদা বাটা:১চামচ

জিরে বাটা:১চামচ

আলু:১টা (ডুমো করে কাটা)

হিং:১চিমটে

তেজপাতা:২টো

নুন, চিনি:স্বাদমতো

দুধ:২বড় চামচ

ঘি:১বড় চামচ

তেল:পরিমাণ মতো

গরমমশলাবাটা:১/২চামচ

ভাজা বড়ি গুঁড়ো:১টেবিল চামচ

নারকেল কোরা:২টেবিল চামচ  


প্রণালী:  

> প্রথমে মোচা ছাড়িয়ে ভেতরে ফুল পরিষ্কার করে কুচি করে নিয়ে জলে ভিজিয়ে রাখুন।

> তারপর নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে নিন।জল ফেলে দিন।

> কড়াইয়ে তেল গরম করে বড়ি ভেজে নিন।আলু ছোট ছোট করে কেটে ভেজে নিন।

> জিরে,শুকনো লঙ্কা, হিং,তেজপাতা ফোড়ন দিয়ে আদাবাটা,জিরেবাটা দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ মোচা দিন।

> ভালো করে কষে নিয়ে দুধ,চিনি, নুন ও পরিমাণ মতো জল দিয়ে  মাঝারি আঁচে ঢাকা দিন।

> মিনিট পাঁচেক পর নারকেল কোরা দিয়ে নাড়াচাড়া করে ঘি,গরম মশলাবাটা ও ভাজা বড়িগুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।

> গরম গরম পরিবেশন করুন মোচা বড়ির ঘন্ট।

-Advertisement-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here